ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

সরকারের সঠিক পদক্ষেপের কারণে মহামারিতেও মাঝে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী

সরকারের সঠিক পদক্ষেপের কারণে করোনা মহামারির মাঝে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের পাশে থেকে জীবন-জীবিকার সুরক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


এর আগে একই দিন সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত টাকাই খরচ হোক দেশের সকল নাগরিককে টিকা দেবে সরকার।


তিনি বলেন, আমরা আশা করছি জুলাই মাস থেকে আরও ভ্যাকসিন আসবে। আমরা ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারব। সংসদ নেতা বলেন, আমরা ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনব। বিশেষ করে বিদেশে যারা যাবেন, আগে তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা বলেছি।


চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ads

Our Facebook Page